LOADING

01923-631740 info@ayeshaedu.com

Chairman

 

Chief Scientific Officer (Rtd.), Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO), Ministry of Defense, People’s Republic of Bangladesh.

Chairman of HA

 

চীফ সাইন্টিফিক অফিসার (অবঃ),বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Message of Chairman

চেয়ারম্যানের বাণী

Assalamu Alaikum

Creative education in the combination of knowledge and energy is the controller of progress and progress of a nation. Education will be uncompromising in the development of humanity and human resources. There is no alternative to education to build honest, sincere and devoted people. The goal of education has been set keeping in mind the standards of contemporary and modern education.  “Read, glorified is your Lord, who teaches with the pen” (Surah Al-Alak-3,4). Inspired by this motto, Hazrat Ayesha (RA) Academy was established in 1979. It is housed in its own building with spacious grounds and an eye-catching pleasant environment. Teaching is going on from group to 10th standard. As a result of dedication, patience and hard work of dedicated teachers, numerous Small lives are developing in the light of Islam. My sincere thanks and prayers for all of them. Our continuous efforts for the great cause will be fruitful, I hope InshAllah! Those whose tireless efforts have reached this stage, best wishes and Mubarak to all of them. .

Md.Fazlul Haque
Chief Scientific Officer (Rtd.),
Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO)
Ministry of Defence,
Agargaon, Dhaka-1207.

Chairman,
Hazrat Ayesha (R) Academy.

আসসালামু আলাইকুম।

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজনশীল শিক্ষাই একটি জাতির প্রগতি ও অগ্রগতির নিয়ামক।মনুষত্ব ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা হবে আপোষহীন। সৎ,নির্ভিক ও নিষ্ঠাবান মানুষ গড়তে শিক্ষার বিকল্প নেই।যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ড সামনে রেখে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  “পড়,তোমার প্রভু মহাসম্মানিত,যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন” ( সূরা আলাক-৩,৪)।এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৯৭৯ সালে অত্র হযরত আয়েশা (রা) একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল।যা নিজস্ব ভবনে সুপ্রশস্ত মাঠ ও নয়নাভিরাম স্নিগ্ধ মনোরম পরিবেশে প্রে-গ্রুপ হতে ১০ম শ্রেণিপর্যন্ত পাঠদান চলছে।নিবেদিত প্রাণ শিক্ষিকাদের ত্যাগ,ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফলে অসংখ্য ছোট ছোট প্রাণ ইসলামের আলোয় বিকশিত হয়ে চলছে।তাদের সবার জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ ও দোয়া।আমরা যে মহৎ উদ্দেশ্যে অবিরাম প্রয়াস চালাচ্ছি তা ফলপ্রসু হবে,আশা করি ইনশাআল্লাহ!যাদের অক্লান্ত পরিশ্রমে এ প্রতিষ্ঠানটি এ পর্যায়ে উপনীত হয়েছে,তাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ।

মোঃ ফজলুল হক,
চীফ সায়েন্টিফিক অফিসার(অব.)
বংলাদেশ মহাকাশ গবেষণা ও
দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) 
প্রতিরক্ষা মন্ত্রনালয়,
আগারগাঁও, ঢাকা-১২০৭।

চেয়ারম্যান,
হযরত আয়েশা(রা) একাডেমী।