Mission & Vision
Our Mission
Our Vision
The vision of Hazrat Ayesha (Ra) Academy is to be a premier educational institute with global standard. It aims to develop the human resource for dynamic and expanding communities. Our goal is to cultivate and culture all round development of quality education through excellent teaching methodology and congenial environment. Hazrat Ayesha (Ra) Academy is committed to build future leadership with academic and moral excellence nationally and globally.
লক্ষ্য ও উদ্দেশ্য
লক্ষ্য:
হজরত আয়েশা (রা.) একাডেমির লক্ষ্য হল শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সহনশীলতা এবং জবাবদিহিতার সাথে গড়ে তোলা যারা সারা বিশ্বে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং অবদান রাখতে সক্ষম এবং মানসিক ও আধ্যাত্মিক যুক্তির সাথে মোকাবিলা করতে পারে। অধিকন্তু হজরত আয়েশা (রা.) একাডেমি শিক্ষার্থীদের জ্ঞান, মনোভাব এবং দক্ষতা বৃদ্ধি করতে চায় যা ইসলামী চিন্তা ও প্রজ্ঞার সাথে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বোধকে শাণিত করবে।
উদ্দেশ্য:
হজরত আয়েশা (রা.) একাডেমির দৃষ্টিভঙ্গি বিশ্বমানের একটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া। এটি গতিশীল এবং সম্প্রসারিত সম্প্রদায়ের জন্য মানব সম্পদ বিকাশের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য হল উৎকৃষ্ট শিক্ষাদান পদ্ধতি এবং অনুকূল পরিবেশের মাধ্যমে গুণগত শিক্ষার সর্বাঙ্গীণ বিকাশ ও সংস্কৃতি গড়ে তোলা। হজরত আয়েশা (রা.) একাডেমি জাতীয় ও বিশ্বব্যাপী একাডেমিক ও নৈতিক উৎকর্ষ দিয়ে ভবিষ্যত নেতৃত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
AHNAF TECHNOLOGY | Powered by Hazrat Ayesha (Ra) Academy